HS 2023 Physics Exam Review: উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষা ছিল বৃহস্পতিবার। এবার উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল এটি। কেমন হল পদার্থবিদ্যা পরীক্ষার প্রশ্নপত্র? সে কথাই জানালেন বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক।
উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষা ছিল বৃহস্পতিবার
২০২৩ সালের উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষা ছিল বৃহস্পতিবার।এবারের প্রশ্নপত্রে এমসিকিউ বিভাগের কয়েক প্রশ্ন একটু কঠিন লাগতে পারে। এমনটাই জানাচ্ছেন পদার্থবিদ্যার বিশেষজ্ঞ শিক্ষক। অন্য বিভাগগুলি থেকে কেমন প্রশ্ন ছিল এবার? পড়ুয়াদের পরীক্ষাই বা কেমন হল এবার। দুপক্ষের কথাই শুনল হিন্দুস্তান টাইমস বাংলা।
শিক্ষকদের রিভিউ
বরিষা হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক নিরুপম ভট্টাচার্য বলেন, ‘এই ব্যাচ কোভিডের জন্য মাধ্যমিক দিতে পারেনি। ফলে এই প্রথম অফলাইনে বড় পরীক্ষা দিচ্ছে। এবারে প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। ৭০এর মধ্যে ৬০ মতো উত্তর সহজেই লেখা যাবে। এমসিকিউ বিভাগের কয়েক প্রশ্ন একটু কঠিন লাগতে পারে। কারণ ১৪টির মধ্যে ৮-৯টি অঙ্ক সম্পর্কিত সমস্যা ছিল। তবে অন্য বিভাগের প্রশ্নগুলি বেশ সহজ হয়েছে। অন্য বিভাগে অঙ্ক দিলেও তার বিকল্প হিসেবে থিওরির প্রশ্নও ছিল। ফলে সাধারণ মানের পড়ুয়াদেরও উত্তর লিখতে কোনও সমস্যা হবে না।’
হিন্দু স্কুলের পরীক্ষার্থী সৌম্যজিৎ কুন্ডু বলেন, ‘প্রশ্নপত্র সহজ হয়নি, কঠিনও হয়নি। মানে যাকে বলে স্টান্ডার্ড প্রশ্ন, তেমন হয়েছে। কয়েকটি অঙ্কের জায়গায় একটু সমস্যা হয়েছে। লিখতে গিয়েও বেশি সমস্যা হয়নি।’