আলিপুরদুয়ারে উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের ২২৮ টি উত্তরপত্র হারিয়ে গিয়েছিল। সেগুলি কোচবিহার থেকে উদ্ধার করা হল। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে সেই উত্তরপত্রগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, শিক্ষকদের কিছুটা সতর্ক হওয়া প্রয়োজন। এভাবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র হারিয়ে গেলে তো পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে।
কীভাবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার করা হয়েছে?
কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের উনিশ বিশা গ্রামের বাসিন্দা শ্যামল বর্মন সেই উত্তরপত্রগুলি উদ্ধার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন শ্যামল। সেইসময় রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগে কী আছে, তা দেখতে বাড়িতে নিয়ে আসেন। বাড়ি ফিরে দেখেন যে ব্যাগের মধ্যে উচ্চমাধ্যমিকের অনেক উত্তরপত্র আছে।
আরও পড়ুন: HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? জানাল সংসদ
তারপর পরিচিত শিক্ষক দুলাল বর্মনের সঙ্গে যোগাযোগ করেন শ্যামল। শিক্ষকের হাতে সব উত্তরপত্র তুলে দেন। পুরো বিষয়টি তড়িঘড়ি স্কুলে জানান দুলাল। স্কুলের প্রধান শিক্ষক দ্রুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর সংসদের হাতে সব উত্তরপত্র তুলে দেওয়া হয়।
দুলাল জানান, শ্যামলের থেকে উত্তরপত্র দেখেই বুঝতে পারেন যে সবগুলি এবারের উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র। ওই ব্যাগে মোট পাঁচটি প্যাকেটে ২২৮ টি উত্তরপত্র ছিল। দুলালের বক্তব্য, যে শিক্ষকের কাছে ওই উত্তরপত্রগুলি ছিল, তাঁর আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তিনি যে অবহেলা করেছেন, তার মাশুল গুনতে হতে পারত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। যাঁদের অনেকে হয়ত রাষ্ট্রবিজ্ঞান নিয়েই উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন।
বিষয়টি নিয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, আলিপুরদুয়ারে এক শিক্ষকের কাছে ওই উত্তরপত্রগুলি ছিল। তিনি খাতা হারিয়ে ফেলেছিলেন। সেই ঘটনার পরই আলিপুরদুয়ারের সোনাপুর পুলিশ ফাঁড়িতে ডায়েরি করেছিলেন। অবশেষে কোচবিহার থেকে উত্তরপত্র উদ্ধার করে ওই শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )