হাওড়ার শিবপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও ৩ জন। অবশ্য দুর্ঘটনার সময় সেই গাড়িতে বিধায়ক নিজে ছিলেন না বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। (আরও পড়ুন: 'বেলডাঙায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে', মমতাকে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত)
আরও পড়ুন: মণিপুরে মিলল ৩ মহিলা ও ৩ শিশুর দেহ! CM বীরেন, ৩ মন্ত্রী, ৬ MLA-র বাড়িতে হামলা
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামে থাকা গাড়িটি গতরাতে চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান। ২৫ বছর বয়সি মোস্তাক নিজের আত্মীয়দের নিয়ে সেই গাড়ি করে যাচ্ছিলেন। মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জে। মোস্তাক নাকি বিধায়কের গাড়িতে করে আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই কলকাতায় ফিরছিলেন তিনি। সেই সময়ই ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জানা গিয়েছে, রাস্তার একদিকে ট্রেলারটি দাঁড়িয়ে ছিল। তাতেই সজোরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। (আরও পড়ুন: নাইজেরিয়ায় পৌঁছে 'আবুজার চাবি' পেলেন মোদী, আফ্রিকার মাটিতে উপচে পড়ল মারাঠি আবেগ)
আরও পড়ুন: ব্রাজিলে মোদীর বিশাল কাটআউট জলে ডুবিয়ে প্রতিবাদ আদিবাসীদের, তবে কেন এই কাণ্ড?