রাজ্যে ফের চলল গুলি। আর গুলিতে প্রাণ গেল ১ ব্যক্তির। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার পর এবার ঘটনা নদিয়ার। সেখানে নাকাশিপাড়া থানা এলাকায় বুধবার সকালে জমি দখলকে কেন্দ্র করে গুলি চলে। ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকালে নাকাশিপাড়া থানা এলাকায় শিবপুর গ্রামে একটি জমি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ বাঁধে। শুরু হয় ব্যাপক বোমাবাজি। তখন এক পক্ষ আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় বলে অভিযোগ। একের পর এক অন্তত ১০টি গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিতে আহত হন ৫ জন। তাদের মধ্যে ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বলে রাখি, চলতি বছরের শুরু থেকেই রাজ্যে গুলি চলার ধারা যেন বন্ধ হচ্ছে না। ২ জানুয়ারি ইংরেজবাজার শহরে আততায়ীর গুলিতে খুন হন তৃণমূল নেতা বাবলা সরকার। তার পর মালদারই কালিয়াচকে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেলে গুলি চলে। মৃত্যু হয় ১ তৃণমূলকর্মীর। চলতি সপ্তাহেই দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। সোমবার সন্ধ্যায় মালদায় মদের আসরে মদ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে আততায়ীরা। মঙ্গলবার মুর্শিদাবাদে জমি দখলকে কেন্দ্র করে গুলি চলে। বিশেষজ্ঞদের মতে, পুলিশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণের জেরে রাজ্যে বেপরোয়া হয়ে উঠেছে দুষ্কৃতীরা। তারা বুঝে গিয়েছে রাজনৈতিক দাদাদের খুশি রাখতে পারলে পুলিশ তাদের গায়ে হাত দেবে না। তার জেরেই একের পর এক গুলির ঘটনা।