পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রেমিকের। তবে সেই মৃত্যুর শোক সামলাতে পারেননি প্রেমিকা। আর তাতেই চরম পদক্ষেপ করে বসলেন যুবতী। প্রেমিকের মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে অবসাদে আত্মঘাতী হলেন তিনি। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নদিয়ার নাকাশিপাড়া। দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দুই পরিবারেরর পাশাপাশি এলাকায়। মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যুবকের, আর বুধবার বাড়ি থেকে উদ্ধার হয় যুবতীর ঝুলন্ত দেহ।
আরও পড়ুন: কথা অমান্য করে জামাইবাবুর সঙ্গে মেলায় তরুণী, ভিডিয়ো কলে আত্মহত্য়া প্রেমিকের
জানা গিয়েছে, যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর এলাকায়। তিনি মঙ্গলবার নদিয়ার ধুবুলিয়া থানা এলাকার সিংহাটিতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ঘটে দুর্ঘটনা। একটি স্কুল বাসের সঙ্গে বাইকের ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে যুবককে দেখতে সেখানে পৌঁছে যান তাঁর প্রেমিকা সঙ্গীতা। তবে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখান থেকে তাঁকে নাকাশিপাড়া উদয়চাঁদপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তবে বুধবার সকাল হতেই রান্নাঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে বেথুয়াডহরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ শক্তিনগর হাসপাতালে পাঠিয়েছে।