গড়চুমুক চিড়িয়াখানাটি আগে মিনি জু ছিল। তবে এই চিড়িয়াখানাটিকে মিডিয়াম স্তরে উন্নীত করা হয়েছে। সংস্কারের কাজের জন্য এতদিন এই চিড়িয়াখানাটি বন্ধ ছিল। এই সময়ের মধ্যে চিড়িয়াখানার পরিকাঠামোর উন্নতি ঘটানো হয়েছে। পূর্তমন্ত্রী পুলক রায়ের উদ্যোগে এই চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গড়চুমুক পর্যটনকেন্দ্র।
বড়দিনের বিশেষ উপহার পেতে চলেছেন হাওড়াবাসী। গত দু'বছর ধরে বন্ধ ছিল হাওড়ার গড়চুমুক চিড়িয়াখানা। অবশেষে খুলতে চলেছে সেই চিড়িয়াখানা। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে সেজে ওঠা এই চিড়িয়াখানার উদ্বোধন করবেন। পিকনিকের মরশুমে এই চিড়িয়াখানা খোলার ফলে সেখানে মানুষের ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন।
গড়চুমুক চিড়িয়াখানাটি আগে মিনি জু ছিল। তবে এই চিড়িয়াখানাটিকে মিডিয়াম স্তরে উন্নীত করা হয়েছে। সংস্কারের কাজের জন্য এতদিন এই চিড়িয়াখানাটি বন্ধ ছিল। এই সময়ের মধ্যে চিড়িয়াখানার পরিকাঠামোর উন্নতি ঘটানো হয়েছে। স্থানীয় বিধায়ক তথা পূর্তমন্ত্রী পুলক রায়ের উদ্যোগে বনদফতরের তরফে এই চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রীর বক্তব্য, এই পর্যটন কেন্দ্রে চড়ুইভাতি করতে আসা পর্যটকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার মধ্যে সেখানে সব কাজ শেষ হয়ে যাবে। এর পাশাপাশি তিনি জানান, গাদিয়াড়া এবং শিবগঞ্জ এই দুটি এলাকাও জেলার পর্যটন মানচিত্রে স্থান দখল করে নিয়েছে। প্রসঙ্গত, গড়চুমুকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। হাওড়া জেলা–তো বটেই এমনকী আশেপাশের জেলাগুলি থেকেও এখানে প্রচুর মানুষ প্রতিবছর বড়দিন থেকে শুরু করে এই শীতের মরশুমে চড়ুইভাতি করতে আসেন।