আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়াল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মেটারনিটি বিভাগের সামনে আগুন লাগে। ঘটনায় কালো ধোঁয়ায় ভরে যায় বিভাগটি। তা দেখে রোগীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন রোগী এবং রোগীর পরিজনরা। ঘটনায় হাসপাতালের তরফে দ্রুত প্রসূতি এবং সদ্যোজাতদের নিরাপদে সরানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ‘আমার হাতে ভাবার মতো সময় ছিল না...’ ঝাঁসির জতুগৃহ থেকে ১৫ শিশুকে উদ্ধার আইনজীবীর
জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে সেখানে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে আগুন নেভানোর কাজ শুরু করেন হাসপাতালের কর্মীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত মেটারনিটি বিভাগে ভর্তি থাকা প্রসূতি এবং শিশুদের সরিয়ে নেওয়া হয় অন্যত্র। আতঙ্কে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে। খবর দেওয়া হয় দমকল। তবে দমকলের গাড়ি সেখানে পৌঁছতে বেশ সময় লাগে। এদিন ঘটনাস্থলে পৌঁছতে গিয়ে ব্যাপক যানজটের মুখে পড়তে হয় দমকল কর্মীদের।
এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ঘটনার পরে দ্রুত সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, মাতৃমা বিভাগের সামনে বর্জ্য ছিল। সেখানে কেউ সিগারেট খেয়ে ফেলে দিতে পারেন। তা থেকেই আগুন লেগে থাকতে পারে। আবার অনেকের মতে, শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। হাসপাতালে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। রোগীদের পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের জন্য প্রশংসা করেন।