প্লাস্টিকের ক্যারিব্যাগের গুদাম পুড়ে ছাই হয়ে গেল। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বাজার সংলগ্ন শিল্প সমিতি পাড়ায়। ওই এলাকার একটি প্লাস্টিকের গুদাম থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দমকলে খবর দিলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে গরম লাগছিল স্থানীয় বাসিন্দাদের। কেন এত গরম লাগছে? প্রথমে তা ঠাহর করতে পারেননি এলাকার বাসিন্দারা। বিষয়টি জানার জন্য ঘর থেকে বের হতেই আগুন লাগার ঘটনা দেখতে পান এলাকার বাসিন্দারা। দেখেন দাউ দাউ করে বাজারে পাশের প্লাস্টিকের গুদামটি জ্বলছে। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরই দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরসভার দিকে আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে ওই গুদামটি গজিয়ে উঠেছিল। ওই গুদামে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ও দমকল এর প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে তবে ফরেনসিক রিপোর্টের পরই তা স্পষ্ট হবে। এ বিষয়ে দমকলের আধিকারিকরা জানাচ্ছেন, ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।