মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনীর বিরোধিতার নামে যে তাণ্ডব চলেছে, তাতে পুলিশকেই কাঠগড়ায় তুললেন ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম। উল্লেখ্য, তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল গতকাল। তাঁর বাড়ি থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে। সেখানে তাঁকে হেনস্থাও করা হয়েছিল বলে অভিযোগ। এই আবহে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মনিরুল। এই নিয়ে বিধায়ক বলেন, 'এখানে বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয়ে পরিবারের লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে যাই হয়ে যাক না কেন আমি একাই বাড়িতে থাকব।' (আরও পড়ুন: মুর্শিদাবাদে বিনীত গোয়েল, রাতভর টহল পুলিশের, ওয়াকফ হিংসায় এখনও গ্রেফতার কত?)
আরও পড়ুন: মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গঙ্গা পার করে পালাচ্ছেন আতঙ্কিতরা, দাবি বিজেপির
মনিরুলের কথায়, 'আমরা নিরাপত্তা চাইছি। আমরা জনপ্রতিনিধিরা যেখানে নিরাপদ নই, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা পাবে? আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এভাবে চলতে পারে? দুষ্কৃতীরা আমার বাড়ির সামনে ভাঙচুর করল, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করল, যেখানে আমার বাড়ি থানা থেকে ১০০ মিটার দূরে। এই দুষ্কৃতীরা লুটপাট চালানোর চেষ্টা করেছে। নিশ্চয়ই পুলিশের দিক থেকে কোনও ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে। আমার উপরে বারবার হামলা হয়েছে। একদম নিরাপত্তা নেই। পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ, তা স্বীকার করতে আমি পিছুপা হব না। ছোট ছোট ছেলেরা হামলা করেছে আমার বাড়ির উপরে।' (আরও পড়ুন: 'আমাদের বাঁচান', ওয়াকফ হিংসার আবহে BSF-এর সামনে হাতজোড় আবেদন সামশেরগঞ্জের)
আরও পড়ুন: CAA হতে দেবেন না বললেও তা কার্যকর বাংলায়, এবার ওয়াকফে 'না' মমতার, জবাবে BJP বলল…