Fact Check: ‘তৃণমূল কর্মী ও কুকুরের প্রবেশ নিষেধ’, সত্যিই কি এমন আছে বাড়িতে? জানুন সত্যিটা
2 মিনিটে পড়ুন Updated: 17 May 2024, 08:45 AM IST- , আর্কাইভ দেখুন । , আর্কাইভ দেখুন ।
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করতে ইয়ানডেক্সে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে আসল ছবিটিকে খুঁজে পায়। ওই ছবিতে দেখতে পাওয়া ব্যানারে কোথাও বাংলা ভাষায় লেখা অথবা তৃণমূল কর্মীদের সাথে কুকুরের তুলনার উল্লেখ দেখতে পাওয়া যায় না।
এছাড়াও আমরা দেখতে পাই ছবিটি ২০১৭ সালেও বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী আসল ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করেছিল। এমনই এক পোস্ট নিচে দেখতে পাওয়া যাবে।
ও তার আর্কাইভ দেখুন ।নীচে এক্স পোস্টে থাকা আসল ছবির সাথে বর্তমানে ভাইরাল ছবির একটি তুলনা করা হল।
।)