যার কল্যাণে গঙ্গাপ্রাপ্তি ঘটে হাজার হাজার মানুষের ভাঙনের জেরে তারই কি না গঙ্গাপ্রাপ্তির জোগাড়। হুগলি নদীতে ভাঙনের জেরে গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে শ্রীরামপুরের কালীবাবুর ঘাটের বৈদ্যুতিক চুল্লি। নিম্নচাপের জেরে বৃষ্টিতে ফুঁসছে হুগলি নদী। তার তার জেরেই ফাটল ধরেছে শ্মশানের দেওয়ালে। প্রমাদ গুণছেন পুরসভার আধিকারিকরা।নিম্নচাপের জেরে গত কয়েকদিন বৃষ্টিতে দুকুল ছাপিয়ে বইছে হুগলি নদী। তার জেরে কালীবাবুর শ্মশানে দেখা দিয়েছে ভাঙন। ইতিমধ্যে শ্মশান সংলগ্ন এলাকার মাটি বসে যাওয়ায় একটি মন্দির গঙ্গায় তলিয়ে গিয়েছে। ফাটল ধরেছে শ্মশানের দেওয়ালে। শ্মশানের কর্মীদের আশঙ্কা, যে কোনও সময় শ্মশানও চলে যেতে পারে হুগলি নদীর গর্ভে। একই সঙ্গে গঙ্গাপ্রাপ্তি হতে পারে এলাকার একমাত্র বৈদ্যুতিক চুল্লিটিরও।এলাকার একমাত্র বৈদ্যুতিক চুল্লিতে এই মুহূর্তে প্রাণ হাতে নিয়ে দেহ সৎকার করছেন স্থানীয়রা। আশঙ্কায় রয়েছেন সৎকারকর্মীরাও। ওদিকে অসহায় ইঞ্জিনিয়াররা বলছেন, জল না নামলে কিছু করার নেই।