Egra Blast Accused Bhanu Bagh Dead: এগরা বিস্ফোরণকাণ্ডে সিআইডি মামলা রুজু করার পরই মৃত্যু অভিযুক্ত ভানু বাগের
1 মিনিটে পড়ুন Updated: 19 May 2023, 08:55 AM ISTকটকের হাসপাতালে মৃত্যু হল ভানু বাগের। এর আগে গতকালই ওড়িশার কটক থেকে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে। বিস্ফোরণে নিজেও জখম হয়েছিলেন ভানু। এই আবহে কটকের হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
কটকের হাসপাতালে মৃত্যু হল ভানু বাগের।