বেআইনিভাবে সোনা কেনা বেচার অভিযোগে বিহারের এক বাসিন্দা-সহ ২ জনকে গ্রেফতার করল ডিআরআই। তাদের কাছে উদ্ধার হয়েছে এক কেজি ওজনের সোনার বাট। ধৃতদের নাম হল শাহাদাত হোসেন এবং সুরেন্দ্র কুমার শাহ। রবিবার শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর গতকাল তাদের শিলিগুড়ি মহকুমা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচার।
জানা গিয়েছে, বেআইনিভাবে সোনা কেনা বেচার খবর পুলিশের কাছে আগেই ছিল। সেইমতো গত রবিবার শিলিগুড়ি বাস টার্মিনাসে হানা দিয়ে প্রথমে বিহারের বাসিন্দা শাহাদাত হোসেনকে আটক করে ডিআরআই। এরপর তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৩৩ গ্রাম ওজনের একটি সোনার বিস্কুট ও নগদ ৩২ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করে ডিআরআই-এর আধিকারিকরা জানতে পারেন যে বিহার থেকে সোনা এনে তা বিক্রি করা হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। এরপরে জলপাইগুড়ির দিনবাজারের বাসিন্দা সুরেন্দ্রকুমার শাহের নাম জানতে পারেন গোয়েন্দারা।