1 মিনিটে পড়ুন Updated: 12 Oct 2023, 12:28 PM ISTChiranjib Paul
শাসকদলের মধ্যে বোনাস নিয়ে দ্বন্দ্ব চলছে। তৃণমূল সমর্থিত চা শ্রমিক সংগঠন ১৯ শতাংশ হারে বোনাসের এই চুক্তিতে সায় দিলেও সংগঠনের কিছু শ্রমিক দাবি করছেন ২০ শতাংশ হারে বোনাস। এই দাবিতে তাঁরা মিছিলও করেন।
চা শ্রমিকদের বোনাস নিয়ে কোনও মীমাংসা হল না। মালিকপক্ষ সবাই একমত হয়নি। মঙ্গলবার রাত পর্যন্ত চলা বৈঠকে ১৯ শতাংশ হারে বোনাসের সিদ্ধান্ত হলেও চা বাগান পরিচালকদের দুটি সংগঠন তাতে যোগ দেয়নি। এই সিদ্ধান্ত মানছে না কয়েকটি শ্রমিক সংগঠনও।
শাসকদলের মধ্যে বোনাস নিয়ে দ্বন্দ্ব চলছে। তৃণমূল সমর্থিত চা শ্রমিক সংগঠন ১৯ শতাংশ হারে বোনাসের এই চুক্তিতে সায় দিলেও সংগঠনের কিছু শ্রমিক দাবি করছেন ২০ শতাংশ হারে বোনাস। এই দাবিতে তাঁরা মিছিলও করেন। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে তাঁরা অবরোধও করেন। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা। যদি দাবি না মানা হয় তবে তাঁরা অবরোধেও যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই শ্রমিকরা।
এই মিছিল নিয়ে তৃণমূলের চা বাগান শ্রমিক সংগঠনের চেয়ারম্যান নকুল সোনার সংবাদমাধ্যমকে বলেন, 'বোনাস সংক্রান্ত বৈঠকে সকলের সম্মতি নিয়েই সিদ্ধান্ত হয়েছে। তাই যাঁরা মিছিল সভা করছেন, তাঁদেরও এই সিদ্ধান্ত মেনে চলা উচিত।'