মাঠ থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় তরুণীর রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে তরুণীকে কি ধর্ষণের পর খুন করা হয়েছে? পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যমৃত্যু, ‘খুন হয়েছে’ অভিযোগ পরিবারের
জানা যাচ্ছে,ছাবিলপাড়া ও জোতডোমান পাড়ার মাঝখানে বিস্তীর্ণ মাঠে স্থানীয়রা সকালবেলা গিয়েছিলেন প্রতিদিনের মতো। সেখানেই চোখে পড়ে অস্বাভাবিক কিছু একটা। মাঠের মাঝামাঝি এক জায়গায় অচেনা কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয়দের একজন। সামনে গিয়ে দেখা যায়, এক তরুণীর রক্তাক্ত দেহ। তাঁর মুখ ঢাকা একটি ওড়নায়, আর ওড়নার ফাঁক গলে দেখা যাচ্ছে রক্ত। এলাকায় খবর মুহূর্তেই ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় মোথাবাড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর মুখে ও আশপাশে রক্তের দাগ ছিল। তাঁর পরিচয় জানা যায়নি। অনুমান, তিনি স্থানীয় নন। পুলিশ সন্দেহ করছে, হয়ত রাতেই তাঁকে ওই মাঠে নিয়ে আসা হয়েছিল। সেখানেই খুন, অথবা অন্যত্র খুন করে রাতের অন্ধকারে মৃতদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।