জীবিত মায়ের শ্রাদ্ধ! তাও কিনা সেই অনুষ্ঠান করানো হচ্ছে সেই মায়েরই একরত্তি ছেলেকে দিয়ে! এমনই ঘটনার সাক্ষী থাকতে হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দাদের। তাঁরা এসব দেখে অবাক হলেও যে মহিলার শ্রাদ্ধ করা হয়, তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কিন্তু, কেন এমনটা আজব কাণ্ড? ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, যাঁর শ্রাদ্ধ করা হয়, সেই গৃহবধূ নাকি গত ৬ এপ্রিল (২০২৫) হঠাৎ নিখোঁজ হয়ে যান। মহিলার শাশুড়ি সংবাদমাধ্যমকে জানিয়েছেন - তাঁরা জানতে পেরেছেন যে তাঁদের বউমা অন্য় পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন। এবং তিনি আর স্বামীর সংসারে ফিরবেন না। এমনকী, সন্তানের উপরেও তিনি কোনও দাবি করবেন না!মহিলার শাশুড়ি আরও জানিয়েছেন, বউমাকে বাড়ি ফেরাতে না পারায় একরত্তি নাতিকে নিয়ে বেজায় বিপাকে পড়তে হয় তাঁদের। ছোট্ট শিশু সারাদিন মাকে খোঁজে। মাকে না পেয়ে খাওয়া, ঘুম ত্যাগ করে বসে আছে সে। এই অবস্থায় তাকে বোঝানো হয়েছে, তার মা মারা গিয়েছে। তাই আর ফিরবে না! এবং সেই তত্ত্ব আরও পোক্ত করতেই ওই বাচ্চাটিকে দিয়ে তার জীবিত মায়ের শ্রাদ্ধ করানো হয়! তার বাবাই তাকে দিয়ে এসব করায় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ এপ্রিলের ঘটনার পর মহিলার শ্বশুরবাড়ির পক্ষ থেকে পুলিশে নিখোঁজ ডায়ারি করা হয়েছিল। মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। এমনকী, মহিলার শাশুড়ির দাবি - তাঁদের তরফে মহিলার কাছেও যাওয়া হয়েছিল। কিন্তু, তাঁকে স্বামীর ঘরে আর ফেরানো যায়নি। কিন্তু, প্রশ্ন হল - সম্পর্কের এই টানাপোড়েন কি একরত্তি শিশু বুঝবে? এই গোটা ঘটনার প্রভাব তার শিশুমনে কীভাবে পড়বে? সেকথা কি আদৌ কেউ ভেবে দেখেছেন? এই সমস্ত প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি।প্রসঙ্গে, ইদানীংকালে এমন ঘটনা যেন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে! নানা কারণে প্রিয় মানুষ দূরে চলে গেলে তিনি জীবিত থাকা সত্ত্বেও তাঁর শ্রাদ্ধ করা হচ্ছে। শুধু তাই নয়, সেইসব ঘটনা সংবাদমাধ্যমে এবং সোশাল মিডিয়ায় ভালো প্রচারও পাচ্ছে!যেমন - গত মার্চ মাসেই বাড়ির অমতে প্রেম করে বিয়ে করার 'অপরাধে' তরুণী মেয়ে জীবিত থাকা সত্ত্বেও তাঁর শ্রাদ্ধ-শান্তি করেছিলেন তাঁরই বাবা-মা! তাঁরা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, ওই মেয়ের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না। সেই ঘটনা ঘটেছিল উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।অন্যদিকে, চলতি মাসেই মেদিনীপুরে স্বামী ও সন্তানকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে বাড়ি ছাড়ার অভিযোগ ওঠে এক গৃহবধূর বিরুদ্ধে। এক্ষেত্রেও সেই মহিলার স্বামী জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করেন এবং পরে সেই শ্রাদ্ধের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন!