বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীকে লক্ষ্য করে গুলি চালাল বিএসএফ। এমনই দাবি করা হল বাংলাদেশি সংবাদমাধ্যমে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জখম হয়েছেন বাংলাদেশি এক পাচারকারী। আর সেই পাচারকারী গুলিবিদ্ধ হওয়ায় নাকি প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার-লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে। জখম বাংলাদেশির নাম শহিদুল ইসলাম, বয়স ৪২ বছর। জানা গিয়েছে, বাংলাদেশি এই পাচারকারীকে ভারতের ভূখণ্ডেই গুলি করে বিএসএফ। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, কোচবিহারের ময়নাতলি গ্রামে এই ঘটনাটি ঘটে। (আরও পড়ুন: চুপি চুপি থাকত… কারও সাথে তেমন কথা বলত না! সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি)
আরও পড়ুন: চারদিন পরও প্রস্রাব হয়নি, অভিযোগ প্রসূতির মায়ের, SSKM-এ কেমন আছেন ৩ রোগী?
আরও পড়ুন: নব নালন্দা স্কুলে দুর্ঘটনায় আহত একাধিক পড়ুয়া, একজনের মাথায় পড়ল ৪০টা সেলাই
এই ঘটনার পরে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। এই নিয়ে শমসেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গির আলম বলেন, 'আহত ব্যক্তি গরু 'পারাপারকারী'। এই ঘটনায় রবিবার ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যরা উপস্থিত ছিলেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।' এদিকে জানা গিয়েছে, শহিদুল ইসলাম ছাড়াও আরও ৪-৫ জন ব্যক্তি ভারতের কোচবিহারের মাথাভাঙ্গায় অনুপ্রবেশ করেছিল গরু পাচার করার জন্যে। ভারতের গরু পাচারকারীরা শহিদুলদের সাহায্য করে বলে অভিযোগ। (আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারে এবার বাধা এপারের গ্রামবাসীরাই, BSF-এর সঙ্গে কথা MLA-র)
আরও পড়ুন: কেরলে ৬ বছর ধরে ৬০ জন ধর্ষণ করেছিল নাবালিকা ক্রীড়াবিদকে! পুলিশের জালে ২৮
বিগত দিনে বাংলাদেশ সীমান্তে বহু বাংলাদেশি পাচারকারী বিএসএফ-এর গুলিতে প্রাণ হারিয়েছে। সেই দেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে মাদক পাচারের চেষ্টা হোক কি ভারত থেকে গরু, সোনা পাচারের চেষ্টা, দৃঢ় ভাবে সেই সব রুখে দিয়েছে বিএসএফ। এই আবহে প্রশ্ন উঠছে, বাংলাদেশি পাচারকারীদের হয়ে কেন সওয়াল করছে বিজিবি? উল্লেখ্য, বিএসএফ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে ১১ হাজার ৮৬৬ কেজি মাদক উদ্ধার হয়েছে। ১৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। ২২ পাচারকারীকে খতম করা হয়েছে। এবং ৪১৬৮ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সীমান্তে পাচারের সময় উদ্ধার হয়েছে ১৩০০ কোটি মূল্যের ১৭৩ কেজি সোনা এবং ১৭৯ কেজি রুপো। এদিকে সম্প্রতি আবার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি হিন্দু নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, উত্তর দিনাজপুর, ত্রিপুরা থেকে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: ফের পারদ নামবে দক্ষিণবঙ্গে, কলকাতায় রাতে কেমন ঠান্ডা পড়বে আগামী ক'দিন?)
প্রসঙ্গত, বাংলাদেশে অস্থিরতার পর থেকে সীমান্তে আরও কড়া হয়েছে বিএসএফ। কার্যত মাছি গলার উপায় নেই। তবে এরই মাঝে উত্তরবঙ্গে জারি আছে গু পাচারের চেষ্টা। এর আগে সম্প্রতি জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রামের কাছে প্রবেশের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির। তার নাম মহম্মদ আনোয়ার বা আনোয়ার হক। ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে জানা যায়।