ত্রিকোণ প্রেমের জেরে সম্পর্কের টানাপোড়েন। তার জেরে খুন হল এক কিশোর। ঘটনাটি হাওড়ার লিলুয়ার বামনগাছি এলাকার। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার পরেই পলাতক রয়েছে অভিযুক্তরা। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় জন্মদিনের পরেই বন্ধুকে খুন করল যুবক, ধৃত অভিযুক্ত
জানা গিয়েছে, মৃত কিশোরের সঙ্গে বছর খানেক ধরে এক কিশোরীর প্রেমের সম্পর্ক রয়েছে। তবে তার আগে ওই কিশোরীর অন্য একটি ছেলের সঙ্গে প্রেম ছিল। সেই কিশোরের বাড়ি গোলাবাড়ি থানার ফকিরবাগানে। কিশোরীর আগের প্রেমিকই বর্তমান প্রেমিককে খুন করেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, পুরনো সম্পর্কের কথা জানতে পেরে প্রেমিকার সঙ্গে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল ওই কিশোরের। সেই অশান্তির মধ্যেই ওই কিশোর গোলাবাড়ি এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তবে শুক্রবার সেই ঘটনায় প্রেমিকার সঙ্গে তাঁর পুরোনো প্রেমিক এবং আরও বেশ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিল। এনিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। এরপরেই কিশোরীর বর্তমান প্রেমিকের ওপর চড়াও হয় তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুরা। এরপর সেখানেই বামনগাছির কিশোরকে মেয়েটির প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুরা মিলে বেধড়ক মারধর করে। লাঠিপেটা করে। এরফলে কিশোর মাথায় গুরুতর আঘাত পাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় চোট পায়। তখন তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থায় সেখানেই চিকিৎসা চলছিল কিশোরের। তবে শনিবার রাতে তার মৃত্যু হয়।