বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বেড়াতে যাব না! আচমকা লাইন দিয়ে বুকিং বাতিল দার্জিলিংয়ে, কারণটা কী?
আচমকাই দার্জিলিং ও সিকিমের পর্যটনে বড় ধাক্কা। একের পর এক বুকিং বাতিল হয়ে যাচ্ছে। মারাত্মক সমস্য়ার মধ্যে পড়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা।
এখন পর্যটনের ভরা মরসুম। সমতলের কাঠফাটা রোদ থেকে বাঁচতে অনেকেই একবার যেতে চান দার্জিলিংয়ে, সিকিমে। কিন্তু বাস্তবে আচমকা দেখা যাচ্ছে বুকিং বাতিল হয়ে যাচ্ছে।
এই বুকিং বাতিলের কারণটা ঠিক কী?
মূলত দুটি তিনটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে। প্রথমত ভারত পাক উত্তেজনার জেরে একদিকে যেমন বেসরকারি স্কুলের ছুটি এগিয়ে আনার আবেদন করেছিলেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী। তেমনই দেখা গিয়েছে একাধিক সরকারি দফতরের ছুটি বাতিল করা হয়েছিল। এর জেরেই বুকিং বাতিল হতে পারে। সেই সঙ্গেই সিকিম ও শিলিগুড়ির মধ্য়ে সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে মেরামতি হচ্ছে। এর জেরে কয়েক ঘণ্টা করে বন্ধ থাকছে রাস্তা। সেকারণে অনেক পর্যটক এত ঝামেলা করে সিকিমে যেতে চাইছেন না। যার জেরে বাতিল হচ্ছে বুকিং।এই সময় প্রতি বছরই দার্জিলিং পর্যটকদের ভিড়ে একেবারে গিজগিজ করে। কিন্তু এবার ছবিটা কিছুটা ভিন্ন। একাধিক ক্ষেত্রে একেবারে শেষ সময়ে বুকিং বাতিল হয়ে যাচ্ছে।