সাত সকালে ভুট্টাক্ষেতে ট্রলিব্যাগে উদ্ধার হল দেহ। ঘটনা বিহার সীমানা লাগোয়া উত্তর দিনাজপুরের ইসলামপুর বাইপাসের। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ – ৫০ বছর বলে জানা গিয়েছে। তবে ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের দাবি, অন্য কোথাও খুন করে স্যুটকেসে ভরে দেহ ফেলে রেখ গিয়েছে দুষ্কৃতীরা।রাতে তো বটেই দিনেও শুনশান থাকে ইসলামপুর বাইপাস। দ্রুত বেগে ছুটে চলে গাড়ি। তবে বাইপাসের ধারে জনবসতি তেমন নেই। স্থানীয় কৃষকরা শুধুমাত্র নিজেদের চাষের জমিতে যান। বাইপাস লাগোয়া সোনাখোদা এলাকায় জাতীয় সড়ক থেকে প্রায় ১০০ মিটার দূরে শুক্রবার সকালে একটি লাল ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় চাষিরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশকর্মীরা এসে ট্রলি খুলে দেখেন তার মধ্যে রয়েছে এক ব্যক্তির দেহ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহটি পুরুষের। বয়স আনুমানিক ৪৫ – ৫০ বছর। খুন করে হাত পা ভেঙে দেহটিকে ঢোকানো হয়েছে ট্রলি ব্যাগের ভিতর। তবে দেহের কোনও অংশ কাটা ছিল না। দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।যে ব্যক্তির ভুট্টাক্ষেতে ট্রলিব্যাগটি উদ্ধার হয়েছে তিনি জানিয়েছেন, আমি রাত ১১টা পর্যন্ত জমির কাছেই ছিলাম। তখন কোনও ট্রলি ব্যাগ ছিল না। সকালে এসে দেখি একটি লাল ট্রলিব্যাগ পড়ে রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি জায়গায় ট্রলিব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় কথা ভেবে পুলিশে খবর দিই। অন্য কোথাও খুন করে দেহ ট্রলিব্যাগে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে। জাতীয় সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার রহস্যভেদের চেষ্টা করছে পুলিশ।