কলকাতার ট্যাংরায় একই পরিবারের ৩ নারী সদস্যের হত্যা নিয়ে শোরগোল থামতে না থামতেই আলিপুরদুয়ারের মাদারিহাট থেকে এল একই রকম খবর। সেখানে একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার করল পুলিশ। মাদারিহাটে বন দফতরের রেঞ্জ অফিসের কোয়ার্টার থেকে ৩ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুুলিশ।
আরও পড়ুন - ব্রাত্য বসুর গাড়ির তলায় 'চাপা পড়া' ইন্দ্রানুজের নামে ৩ FIR, অভিযোগ কী কী?
পড়তে থাকুন - 'হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন না,' ঔরঙ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের
জানা গিয়েছে, সোমবার মাদারিহাট রেঞ্জ অফিসের কোয়ার্টারে বিবি ওরাওঁ নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাশেই পড়ে ছিল তাঁর ছেলে রবি ওরাওঁয়ের দেহ। কিছু দূরে পড় ছিল বিবি ওরাওঁএর নাতি বিবেকের দেহ। খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা।
আরও পড়ুন - ‘খুব ভালো অনুভূতি হয়েছে কুম্ভে,’ খোলাখুলি আর কী জানালেন তৃণমূলের 'সনাতনী' সুজাতা
কী ভাবে একই পরিবারের ৩ জনের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ যে ঘরে এই ঘটনা ঘটেছে তার পাশের কোয়ার্টারেই থাকেন বিবি ওরাওঁএর বড় ছেলে বিনোদ ও তাঁর পরিবার। তাদের অগোচরে কী করে ৩ জনের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠছে।