ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়। বহু মানুষ তখন আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। ঠিক সেই সময়েই জলমগ্ন এলাকায় কোমরজলে দাঁড়িয়ে মদের বোতল হাতে নিয়ে ফূর্তি করতে দেখা গেল এক বিজেপি জনপ্রতিনিধিকে। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে।
আরও পড়ুন: তৃণমূল সাংসদকে দলের রণনীতি ফাঁসের অভিযোগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামপঞ্চায়েতে। অভিযোগ, ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক কোমর সমান জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে, হাতে বিদেশি মদের বোতল ও ‘চাট’ নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন। শুধু তাই নয়, এর একটি ভিডিয়োয় তাঁকে মদ্যপ অবস্থায় ঘাটালের সাংসদ দেব (দীপক অধিকারী)-কে কটাক্ষ করতে শোনা যায়। তিনি বলেন, ‘দেব মাস্টার প্ল্যান করবে বলেছিল, করেনি। এখন মাস্টার প্ল্যান আমরাই করছি! মোদী জিন্দাবাদ!’ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক জলঘোলা। একদিকে জলবন্দি পরিস্থিতি, প্রশাসন ব্যস্ততা তুঙ্গে, তখন একজন জনপ্রতিনিধির এমন আচরণ স্থানীয়দের কাছে হতবাক করার মতো।
ঘাটাল ব্লকের ১২টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ১০টি এই মুহূর্তে প্লাবিত। তার মধ্যে বীরসিংহ অন্যতম। ঠিক সেই জায়গাতেই বিজেপি নেতাকে দেখা গিয়েছে। হাতে বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, পাশে মাংসের চাটের প্যাকেট। চারপাশে জল, আর মাঝে মদের বোতল নিয়ে আড্ডা। সেই দৃশ্যই এখন ভাইরাল। শ্রীকান্ত কারকের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া মেলেনি। তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেছেন, এটা অত গুরুতর বিষয় নয়। তবে খোঁজ নিয়ে দেখতে হবে। হয়তো মজার ছলে কিছু বলেছেন। তবে গোপনে ভিডিয়ো করে রাজনীতি ঠিক নয়।
তবে এই ঘটনায় বিজেপির অস্বস্তি আরও বেড়েছে, কারণ এই বিতর্ক নতুন নয়। ঘাটাল ব্লকের ইড়পালা গ্রামপঞ্চায়েতের যদুপুরে ৫ জুলাই রাতে এক বিজেপি কর্মীকে স্থানীয় এক বিধবার ঘরে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল। গ্রামবাসীরা তাঁকে আটক করে পুলিশে দিয়েছিল।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপকুমার মাজি। তাঁর অভিযোগ, বন্যার সময় মানুষকে তৃণমূল পরিষেবা দিতে ছুটছে, আর বিজেপি মদ-মাংসে উৎসব করছে। এটা বিজেপির সংস্কৃতি। একজন নেতা মাঝরাতে বিধবার ঘরে, আর একজন কোমরজলে দাঁড়িয়ে মদ্যপানে মশগুল। এদের কাছে মানুষের দুর্দশা যেন মজা।