রাজ্য–রাজনীতিতে একবার সরগরম হয়ে উঠেছিল ডেলোর ডায়েরি। আবার এই ডায়েরি প্রাসঙ্গিক হয়ে উঠল পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে। সৌজন্যে বিজেপি বিধায়ক। তিনি জনসংযোগ করতে সাইকেলে চেপে বাড়ি বাড়ি ঘুরে ডায়েরি বিলি করলেন। এই অভিনব ডায়েরি বিলি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এই পথ বেছে নিয়েছেন। এর আগে তিনি চপ ভেজেছিলেন, ধানখেতে নেমে চাষের কাজে হাত লাগিয়েছিলেন। এবার ডায়েরি বিলি করলেন।
কী আছে সেই ডায়েরিতে? বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। বিজেপির বিধায়ক এই ডায়েরিতে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ নথিবদ্ধ করেছেন। আর সেটা ডায়েরিতে নথিভুক্ত করে বিলি করতে শুরু করেছেন। যদিও এই অভিনব প্রচারকে নাটক করছেন বিধায়ক বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস।
ঠিক কী করছে বিজেপি? পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি প্রকল্পগুলির সুযোগ–সুবিধা তুলে ধরে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে রয়েছে উন্নয়নের কাজ করার খতিয়ান। আর বিজেপি শাসকদলের প্রচার অস্ত্র ভোঁতা করতে সেই সরকারি প্রকল্পেই দুর্নীতির অভিযোগ তুলে ডায়েরি তৈরি করেছে। যা বিজেপি বিধায়ক বিলি করতে শুরু করেছেন। সোমবার বাঁকুড়ার জেঠিয়া গ্রামে সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। গ্রামের মানুষজনের হাতে একটি করে ছোট ডায়েরি তুলে দেন তিনি। রাজ্য সরকারের প্রকল্পের দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ ডায়েরিতে লিখে তাঁর কাছে জমা দিতে বলেন বিজেপি বিধায়ক।