স্থানীয়দের দাবি মেনে ডাম্পিং গ্রাউন্ড তৈরির বিরোধিতা করায় কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কল্যাণী থানার পুলিশ। ডাম্পিং গ্রাউন্ডে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। নামাতে হয় RAF.
আরও পড়ুন - হাসপাতাল থেকে জেলে ফিরেছেন জ্যোতিপ্রিয়, ভার্চুয়ালি হাজির আদালতের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সংযত থাকতে বলল HC, BJP-র দাবি - ৪ জেলায় বন্ধ নেট
জানা গিয়েছে, কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি জায়গাকে নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য চিহ্নিত করে কল্যাণী পুরসভা। আর তার পর থেকেই পুরসভার সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন স্থানীয়রা। তাদের দাবি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। এলাকায় মশা মাছির উপদ্রব বাড়বে। দুর্গন্ধ ছড়াবে এলাকায়। ফলে ফাঁকা কোনও জায়গায় ডাম্পিং গ্রাউন্ড করুক পুরসভা। এই দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ।
এরই মধ্যে বৃহস্পতিবার থেকে ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল দেওয়ার কাজ শুরু করে পুরসভা। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি স্থানীয়দের বিক্ষোভে সরাসরি সমর্থন জানান। ওদিকে বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় পুলিশ। পালটা ইঁট ছোড়েন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে রণক্ষেত্রের আকার ধারণ করে এলাকা।
আরও পড়ুন - ‘হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব মমতা!’ পুলিশের রদবদল নিয়ে বিস্ফোরক সুকান্ত
এর পরই ঘটনাস্থলে পৌঁছয় RAF. ব্যাপক লাঠি চালিয়ে এলাকা ফাঁকা করে দেয় তারা। গ্রেফতার করা হয় বিধায়ক অম্বিকা রায়কে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিজেপি বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। যদিও পুলিশের দাবি, সরকারি কাজে বাধা দেওয়ায় বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। আপাতত কল্যাণী থানায় রাখা হয়েছে তাঁকে।