বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Birbhum Clash and Latest Situation: ধৃত ২১, হোলির দিন গোষ্ঠী সংঘর্ষের পর কেমন আছে সাঁইথিয়া? সংঘাত নানুরেও
দোলের দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের সাঁইথিয়া। তার জেরে এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। সেই বিধিনিষেধ কার্যকর থাকবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। এরই মাঝে জানা গিয়েছে, হোলির দিনের সংঘর্ষে উভয় পক্ষেরই একাধিক ব্যক্তি জখম হয়েছেন। এদিকে হিংসার সঙ্গে যুক্ত সন্দেহে ২১ জনকে ইতিমধ্যেই গ্রেফতারও করেছে পুলিশ। এদিকে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নং ধারা অনুযায়ী সাঁইথিয়ায় এখনও বিধিনিষেধ আরোপ করা আছে। গোটা এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে যাতে নতুন করে কোনও হিংসার ঘটনা না ঘটতে পারে। (আরও পড়ুন: 'শেখ হাসিনার খুড়তুতো ভাই ভারতে হিন্দু সেজে থাকছেন, আছে আধার কার্ড')