ছাত্রীকে কানমলা দেওয়ায় বাবার হামলার মুখে পড়লেন শিক্ষক। ঘটনা বীরভূমের পাড়ুইয়ের। উত্তমকুমার সাহা নামে ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষককে নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। একযোগে ঘটনার নিন্দা করেছেন শিক্ষকরাও। অবিলম্বে ছাত্রীর বাবার শাস্তি দাবি করেছেন স্থানীয়রাও।নবম শ্রেণির ওই ছাত্রীর মা স্কুলেরই পার্শ্বশিক্ষক। সোমবার কোনও কারণে ছাত্রীটিকে শাসন করে কানমলা দিয়েছিলেন উত্তমকুমারবাবু। তার জেরে মঙ্গলবার স্কুলের সামনে শিক্ষকের ওপর হামলে পড়েন ছাত্রীর বাবা। একটি গাছ থেকে লাঠি ভেঙে বেধড়ক মারধর করতে থাকেন শিক্ষককে। ঘটনা দেখে হতবাক হয়ে যায় ছাত্র – ছাত্রী ও স্থানীয়রা। তাঁরাই উত্তমকুমারবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এই ঘটনার জেরে মঙ্গলবার স্কুল শুরুর আগে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, প্রিয় শিক্ষককে নিগ্রহকারীর শাস্তি চাই। প্রতিবাদে যোগদান করেন অন্য শিক্ষকরাও। এমনকী গ্রামবাসীরাও এসে বিক্ষোভ দেখায়।স্থানীয় এক বাসিন্দা বলেন, শিক্ষকের গায়ে হাত তোলার মতো ঘৃণ্য কাজ সমাজে নেই। যে এই কাজ করেছে তাকে শাস্তি দিতে হবে।প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী বলেন, কোনও অভিভাবক এরকম কাজ করতে পারেন ভাবতে পারছি না। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।