দেড় দশকেরও বেশি আগে সিঙ্গুর ছেড়ে চলে গিয়েছিল টাটা। সেই জমি আঝও পড়ে রয়েছে। এদিকে সেই সিঙ্গুর আন্দোলন থেকে উত্থান ঘটা তৃণমূল কংগ্রেস আজ পশ্চিমবঙ্গের ক্ষমতায়। বিগত কয়েক বছরে রাজ্যে শিল্পায়নের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। তবে সিঙ্গুর থেকে টাটার বিদায় যেন 'গলার কাঁটা'। এই আবহে এবার হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেল টাটাকে ফেরানোর বার্তা। (আরও পড়ুন: বাংলার ৩ আসনে জিততে পারে বাম, কঠিন লড়াই আরও তিনে, দাবি ISI অধ্যাপকদের সমীক্ষায়)
আরও পড়ুন: সন্দেশখালির পুনরাবৃত্তি ভূপতিনগরে, হামলার শিকার NIA, উড়ে এল পাথর, আহত ২ অফিসার
আরও পড়ুন: স্টক মার্কেটে উত্থানের ফল, ২৮% সম্পদ বৃদ্ধি রাহুলের, কোন কোন শেয়ারে ঢেলেছেন টাকা
সিঙ্গুর প্রসঙ্গে ভোট প্রচারে গিয়ে লকেট বললেন, 'সিঙ্গুরের শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছেন বলে মানুষের মনে এখনও ক্ষোভ রয়েছে। তিনি সিঙ্গুরে শিল্প করতে ব্যর্থ। আবার সিঙ্গুরে ফিরতে টাটা ১০০ শতাংশ আগ্রহী আছে। তাই আমরা কথা দিয়েছি, যে সরকার এলে টাটাকেই আমরা ফিরিয়ে আনব এখানে। সত্যি কথা বলতে, বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে। কিন্তু এই সিন্ডিকেটবাজি, তোলাবাজি, তৃণমূলের দুর্নীতির কারণে কেউ আসতে পারছে না।' (আরও পড়ুন: ডিএ আন্দোলনকারীর সঙ্গে দুর্বব্যবহার পুলিশের, ছেঁড়া হল সরকারি কর্মীর পোশাক)
আরও পড়ুন: AI ব্যবহারে ভারতের লোকসভা ভোটে কলকাঠি নাড়তে চায় চিন, বিস্ফোরক দাবি মাইক্রোসফটের