উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের উদ্ধার হল বোমা। এবার একটা - দু’টো নয়, উদ্ধার হয়েছে বোমার স্তূপ। এদিন প্রায় ১৫০টি বোমা উদ্ধার হয়েছে বলে বম্ব স্কোয়াড সূত্রে জানা গিয়েছে। বোমা নিয়ে যেতে ম্যাটাডর ডেকে পাঠায় পুলিশ। কে বা কারা বোমা রাখল তার তদন্ত শুরু হয়েছে।শনিবার ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে নয়াবাজার এলাকায় তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। সেখানে প্রায় ১৫০টি কৌটো বোমা উদ্ধার করেন বম্ব স্কোয়াডের কর্মীরা। একটি মাঠে গর্ত করে পোঁতা ছিল বোমাগুলি। এত বোমা উদ্ধার হয় যে সেগুলি নিষ্ক্রিয় করতে নিয়ে যেতে ডাকতে হয় ম্যাটাডর।ভাটপাড়ায় বোমা উদ্ধার কোনও নতুন ঘটনা নয়। তবে একসঙ্গে ১৫০ বোমা কারা মজুত করে রেখেছিল। তাদের উদ্দেশ কী ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup