বাংলার সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। আর তা গোপন সূত্রে খবর পেয়ে যায় এসটিএফ। তারপরই গতকাল মাঝরাতে বসিরহাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ তাজা কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে দুই অস্ত্র ব্যবসায়ীকে। তাদের কাছ থেকে মিলেছে দুটি পিস্তল। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করার ঘটনা সামনে আসতেই পহেলগাঁও হামলার কথা মনে পড়ে যায় সকলের। তাহলে কি আবার কোনও নাশকতা করার ছক কষা হয়েছিল? চলছে দফায় দফায় জেরা।
এদিকে এসটিএফ সূত্রে খবর, ওই দুই ব্যবসায়ীর কাছে থেকে উদ্ধার হওয়া কার্তুজের পরিমাণ ২৫২। যা চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। এত পরিমাণ কার্তুজ কোথায় পাচার করা হচ্ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজছেন এসটিএফের অফিসাররা। আর তাই ধৃতদের দফায় দফায় জেরা করে চলেছেন তদন্তকারীরা। দুটি সেমি–অটোমেটিক পিস্তল এবং মোট ২৫২ রাউন্ড কার্তুজ ভাবিয়ে তুলেছে। এখন দেশের সীমান্ত এলাকাগুলিতে বাড়তি নজরদারি চলছে। তার জেরে এখন নিরাপত্তার ফাঁক গলে বেআইনি অস্ত্রের কারবার চালানো মুশকিল।
আরও পড়ুন: দিঘায় আসছেন সাংসদ অভিষেক, উচ্ছ্বাস–উদ্দীপনার জোয়ার, পর্যটকশূন্য সৈকত
অন্যদিকে এসটিএফ সূত্রে খবর, ধৃতদের নাম দীপ্তজিৎ সেন (২৯) এবং কাজল মুখোপাধ্যায় (৪০)। দু’জনের বাড়িই বসিরহাট থানার ছোট জিরাকপুর এলাকায়। মাঝরাতেই সেখানে অভিযান চালানো হয়। প্রথমে দীপ্তজিতের বাড়িতে হানা দেয় এসটিএফের দল। সেখানে দীপ্তজিতকে ধরে লুকোনো অস্ত্র এবং কার্তুজের সন্ধান মেলে। উদ্ধার হয় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি। এখন জেরার মুখে পড়ে নিজেদের অপরাধ স্বীকার করেছে তারা। ধৃত দীপ্তজিৎ এবং কাজলকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।