বাগুআটিতে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বার ডান্সারের দেহ। মঙ্গলবার দুপুরে দেশবন্ধুনগরের ফ্ল্যাট থেকে তালা ভেঙে দেহটি উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। মৃতদেহের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। নিহত বার ডান্সার মণীষা রায় স্থানীয় প্রোমোটার কিশোর হালদারের প্রথমপক্ষের স্ত্রীর কন্যা বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ওই বার ডান্সারের পুরুষ সঙ্গীকে আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, সোমবার রাতে দেশবন্ধু নগরের ওই ফ্ল্যাটে জন্মদিনের পার্টি চলছিল। সকালে সেখানে পৌঁছয় পুলিশ। তিন তলার ফ্ল্যাটের কোলাপসেবল গেটের ৩টি তালা ভেঙে ভিতরে ঢোকেন বাগুইআটি থানার আধিকারিকরা। ফ্ল্যাটের একটি ঘরে বিছানার ওপর শোয়ানো ছিল মণীষার দেহ। গলায় ছিল ফাঁসের দাগ। দেহ উদ্ধারের পরই মণীষার পুরুষসঙ্গী অন্তর্যামী সোরেনকে আটক করে পুলিশ। তিনি উড়িষ্যার জগৎসিংপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাগুইআটি থানায় নিয়ে গিয়ে তাঁকে জেরা করছে পুলিশ।ওদিকে নিহত মণীষা রায় বাগুইআটির কাউন্সিলর কিশোর হালদারের মেয়ে বলে জানা গিয়েছে। গত ডিসেম্বরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন এই কিশোরবাবু। পুলিশ সূত্রে খবর, কিশোর হালদারের প্রথম পক্ষের স্ত্রীর কন্যা এই মণীষা। দীর্ঘদিন আগে কিশোরবাবুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর প্রথমপক্ষের স্ত্রীর।