আরব দেশ থেকে বাংলাদেশ থেকে ঢুকেছিল লক্ষ লক্ষ টাকা। ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে ভারতে ফের হামলা চালানোর জন্য সেই টাকায় AK47-এর মতো আগ্নেয়াস্ত্র কেনার বরাতও দিয়ে ফেলেছিল আনসারুল্লাহ বাংলা টিমের ধৃত জঙ্গি শাদ রাদি। গোয়েন্দাদের তরফ এমনটাই দাবি করা হয়েছে। এমনকী হামলার রূপরেখা তৈরি করতে পাকিস্তানি জঙ্গিনেতাদের ভিডিয়ো কনফারেন্সিংয়ে একাধিকবার বৈঠকও করেছিল সে।বিশেষ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। বাংলাদেশে আল কায়দার শাখা সংগঠন হিসাবে পরিচিত এই আনসারুল্লাহ বাংলা টিম। হাসিনা জমানায় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এই জঙ্গি সংগঠন। ধৃত ৮ জনের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। এমনকী ধৃত শাদ রাদিও মুর্শিদাবাদে বাড়ি বানিয়ে ২ জায়গায় ভোটার তালিকায় নাম তুলে ফেলেছিল।গোয়েন্দারা জানাচ্ছেন, ধৃত শাদ রাদির কাছ থেকে উদ্ধার ফোন ও নথিপত্র থেকে জানা গিয়েছে, ভারতে ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। সেজন্য অসমের এক অস্ত্রপাচারকারীর AK 47এর মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের বরাত দিয়েছিল সে। তবে কোন শহরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তা এখনও জানাননি গোয়েন্দারা।অসম পুলিশের গোয়েন্দাদের দাবি, পাকিস্তানি জঙ্গি নেতাদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল শাদ রাদির। এমনকী ভিডিয়ো কলে বৈঠক করত তারা। পাকিস্তানি জঙ্গি নেতাদের তরফে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল, আরব দেশ থেকে কোটি কোটি টাকা আসবে। সেই টাকা বাংলাদেশ হয়ে পৌঁছে যাবে তাদের কাছে। ফলে হামলার রসদ জোগাড় করতে কোনও সমস্য হবে না তাদের।