বসপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে অত্যাবশ্যকীয় কাজ চলবে। সেই কারণে আগামী শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় ২৪টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০ টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৫ টা ৫০ মিনিট পর্যন্ত দমদম জংশন স্টেশনের আওতাধীন ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে সেই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে। আবার কাজের জন্য ব্যান্ডেল স্টেশনে কাজের জন্য শনিবার ছ'টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন: আপ ৩৩৮৬১ এবং ডাউন ৩৩৮৫৮।
২) শিয়ালদা-নৈহাটি লোকাল ট্রেন: আপ ৩১৪৪৭ এবং ডাউন ৩১৪৫০।
রবিবার শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩২২১১
২) আপ ৩২২১৩
৩) আপ ৩২২১৫
৪) আপ ৩২২১৭
৫) ডাউন ৩২২১২
৬) ডাউন ৩২২১৪
৭) ডাউন ৩২২১৬
৮) ডাউন ৩২২১৮
আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তের কাছে রেল প্রকল্পে অনুমোদন, স্পিড বাড়বে উত্তরবঙ্গের ট্রেনের
রবিবার আর কোন কোন লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে?
আটটি শিয়ালদা-ডানকুনি-শিয়ালদা লোকাল ট্রেন বাতিল থাকার পাশাপাশি রবিবার আরও ছ'টি শাখার মোট ১২টি লোকাল চলবে না বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। রবিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে, সেই তালিকা দেখে নিন।
১) শিয়ালদা-হারবা লোকাল ট্রেন: আপ ৩১৩১৩ এবং ডাউন ৩১৩১৬।
২) শিয়ালদা-হারবা লোকাল ট্রেন: আপ ৩১৪১১ এবং ডাউন ৩১৪১৪।
৩) শিয়ালদা-হারবা লোকাল ট্রেন: আপ ৩৩৬৫১ এবং ডাউন ৩৩৬৫২।
৪) শিয়ালদা-বারাসত লোকাল ট্রেন: আপ ৩৩৪৩১ এবং ডাউন ৩৩৪৩২।
৫) শিয়ালদা-রানাঘাট লোকাল: আপ ৩১৬১১ এবং ডাউন ৩১৬১২।
৬) শিয়ালদা-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৭ এবং ডাউন ৩৩৮২৬।
আরও পড়ুন: ট্রেনের সিট দখল হয়ে যাচ্ছে? বাইরের লোক উঠেছে? প্রতিটি কোচেই ‘অস্ত্র’ দিচ্ছে রেল
রবিবার কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
১) ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেন: শিয়ালদা স্টেশনের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে।
২) আপ ৩৩৮১৩ শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন: রবিবার শিয়ালদা থেকে ছাড়বে না। বরং দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে ভোর ৪ টে ৪৫ মিনিটে।
আরও পড়ুন: চালকবিহীন ট্রায়াল ইস্ট-ওয়েস্ট মেট্রোয়! কাউন্টডাউন শুরু শিয়ালদা-এসপ্ল্যানেড অংশের
ব্যান্ডেল শাখায় শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) ব্যান্ডেল থেকে বাতিল ট্রেন: ৩৭৫৩৮ ব্যান্ডেল-নৈহাটি লোকাল ট্রেন, ৩৭৫৪০ ব্যান্ডেল-নৈহাটি লোকাল ট্রেন এবং ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ট্রেন।