চিটফান্ড মামলায় রাজু সাহানি এখনও জেল হেফাজতে রয়েছেন। শনিবার তার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আসানসোল আদালতে তোলা হয়। বিচারক তার আরও ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার মামলার শুনানি হবে আগামী ২৯ অক্টোবর।
Ad
সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে জারি লুকআউট নোটিশ। প্রতীকি ছবি
বর্ধমান সন্মার্গ চিটফান্ড মামলায় সংস্থার চেয়ারম্যান সৌম্যরূপ ভৌমিকের বিরুদ্ধে জারি হল লুক-আউট নোটিশ। এই মামলায় বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় এবং হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেফতার হলেও এতদিন ধরে পলাতক রয়েছেন সৌম্যরূপ ভৌমিক। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল আসানসোল আদালত।
চিটফান্ড মামলায় রাজু সাহানি এখনও জেল হেফাজতে রয়েছেন। শনিবার তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসানসোল আদালতে তোলা হয়। বিচারক তাঁর আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার মামলার শুনানি হবে আগামী ২৯ অক্টোবর। এদিন যদিও রাজু সাহানির আইনজীবী তাঁর জামিনের আবেদন জানিয়েছিলেন।
তবে সিবিআই তার জামিনের বিরোধিতা করে। একইসঙ্গে জানাই এই ঘটনায় মূল পান্ডা সৌম্যরূপের সঙ্গে সাহানির একাধিক যোগসূত্রের প্রমাণ মিলেছে। তদন্তকারীরা মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পেরেছেন একসময় রাজুর বাড়িতেই আশ্রয় নিয়েছিল সৌম্যরূপ। এছাড়া সৌম্যরূপের একাধিক বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। এরপরে রাজু সাহানির আরও ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে সিবিআইয়ের পক্ষ থেকে সৌম্যরূপের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করার আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে আদালত।