সেনা ছাউনিতেই মৃত্যু হল পূর্ণবয়স্ক আহত এক হাতির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বিন্নাগুড়িতে। চিকিৎসকরা শত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারল না। কীভাবে হাতিটি আহত হল, তা এখনও স্পষ্ট নয়।জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ সেনাবাহিনীর জওয়ানরা একটি পূর্ণবয়স্ক হাতিকে কাতরাতে দেখেন। আহত হাতিটির চিকিৎসার জন্য বন্যপ্রাণী স্কোয়াডকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান পশু চিকিৎসক-সহ রেঞ্জার শুভাশিস রায় ও ওয়ার্ডেন সীমা চৌধুরী। বন দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, হাতিটির সামনের দুটি পায়ে আঘাতের চিহ্ন ছিল। ক্ষতে পচন ধরেই হাতিটির মৃত্যু হয়েছে। বন দফতরের আধিকারিকরা জানান, অনেক চেষ্টা করা হয়েছিল, হাতিটিকে বাঁচানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না।এদিকে সেনা ছাউনি থেকে হাতিটিকে নিয়ে যাওয়ার সময়ে এলাকার অন্যান্য সঙ্গী হাতির বাধার মুখে পড়তে হয় সেনা জওয়ান ও বনকর্মীদের। মৃত হাতির দেহ চারদিক থেকে ঘিরে ফেলেন আশেপাশের হাতিরা। অনেক চেষ্টার পর তাঁদের সরাতে সক্ষম হন সেনা জওয়ান ও বনকর্মীরা। এরপর ওই হাতিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।