বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ফের উঠল ‘থ্রেট কালচার’-এর অভিযোগ। এবার সরাসরি চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডা. অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি, ওই বিভাগের পরিবেশ এখন কার্যত ‘ভয়ের ঘেরাটোপে’ বন্দি। চিকিৎসার চেয়ে বেশি সময় কাটছে মানসিক চাপে, আতঙ্কে।সেই ঘটনায় শনিবার ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনে নামেন তাঁরা। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ঘেরাও করা হয় কলেজের অধ্যক্ষ ও সুপারকে।
আরও পড়ুন: থ্রেট কালচার না সম্পর্কের টানাপোড়েন, ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যুর কারণ কী?
বিক্ষোভকারীদের স্পষ্ট অভিযোগ, প্রতিদিনের কাজের পরিসরে হুমকি-ধমকি, পেশাগত অপমান, এমনকি পড়ুয়াদের নম্বর কেটে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুঁশিয়ারিও মিলেছে ওই বিভাগের প্রধানের তরফে।জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, বহু দিন ধরেই অভিজিৎ মণ্ডল রোগী পরিষেবা থেকে সরে রয়েছেন। অথচ বিভাগের দায়িত্বভার রয়ে গিয়েছে তাঁর হাতেই। এই পরিস্থিতিতে কাজের পরিবেশ ক্রমশ বিষিয়ে উঠেছে। অভিযোগ জানানো হয়েছিল স্বাস্থ্য ভবনেও। তার পরেই রাজ্য প্রশাসনের তরফে নির্দেশ আসে, ঘটনার তদন্তে গঠন করতে হবে নিরপেক্ষ কমিটি। সেইমতো সাত সদস্যের একটি কমিটি ইতিমধ্যেই গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে তদন্ত কমিটি গঠন হলেও সমস্যার সুরাহা হয়নি বলেই দাবি জুনিয়র চিকিৎসকদের।
তাঁদের মতে, তদন্ত প্রক্রিয়া চলছে, এই যুক্তিতে সময় নষ্ট করা হচ্ছে। অথচ, ওই চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট ও গুরুতর অভিযোগ জমা পড়েছে। তাই তাঁকে অবিলম্বে পদ থেকে অপসারণ করতে হবে, এই দাবিতে শনিবার সন্ধ্যার পর থেকে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। একজন প্রতিবাদী চিকিৎসক জানান, অধ্যক্ষ আশ্বাস দিয়েছেন সোমবারের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু শুধু আশ্বাসে হবে না, দ্রুত পদক্ষেপ করতে হবে। বিভাগের পরিবেশ এমন পর্যায়ে চলে গিয়েছে, যেখানে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে।