পর্যটন সম্ভাবনাকে পাথেয় করে বেকার যুব সমাজের কর্মসংস্থানে জোর দিল রাজ্য সরকার। তরুণ-তরুণীদের আত্মনির্ভর করে তুলতে এবার পর্যটন শিল্পে গাইড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করল রাজ্য সরকার। প্রথম পর্যায়ে ১২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০০ ঘণ্টার পুঙ্খানুপুঙ্খ গাইড প্রশিক্ষণ দেওয়া হবে। আলিপুরদুয়ার জেলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। (আরও পড়ুন: কেন্দ্রের 'বিরোধিতা' করে ভ্রমণ পিপাসু বাঙালিদের বিতর্কিত বার্তা শুভেন্দুর)
আরও পড়ুন: হাজারদুয়ারিতে বাড়ছে পর্যটকদের ভিড়, চাঙ্গা হচ্ছে মুর্শিদাবাদের পর্যটনশিল্প
শুক্রবার আলিপুরদুয়ার শহরের মিউনিসিপ্যাল হলে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। স্থানীয় প্রশাসন, উৎকর্ষ বাংলার আধিকারিক ও একটি স্বনামধন্য বেসরকারি প্রশিক্ষণ সংস্থা এই তিন পক্ষের সমন্বয়ে প্রশিক্ষণ চলবে। যদিও উদ্বোধন মিউনিসিপ্যাল হলে হলেও শনিবার থেকে মাধব মোড়ে ওই সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে। উৎকর্ষ বাংলার জেলা নোডাল অফিসার বিজয় মোক্তান জানিয়েছেন, প্রথম দফায় ৬০ জন করে দুটি ব্যাচে মোট ১২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু প্রশিক্ষণেই থেমে থাকছে না এই উদ্যোগ। সফল প্রশিক্ষণ প্রার্থীদের উপযুক্ত স্থানে সরকারি অনুমোদিত গাইড হিসেবে নিয়োগের ব্যবস্থাও করা হবে। (আরও পড়ুন: 'ভুল' বুঝতে পারল ওড়িশা, বাংলাদেশি ভেবে আটক ৪০৩ বাঙালিকে মুক্তি)
আরও পড়ুন: কসবার কলেজের দেওয়ালে এখনও মোছা হয়নি 'মনোজিত দাদা আমাদের হৃদয়ে' গ্রাফিটি!
বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, টি (চা), টিম্বার (কাঠ) এবং ট্যুরিজম (পর্যটন)—এই তিনটি সম্পদকে ঘিরেই আলিপুরদুয়ার জেলার ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পর্যটনের বিকাশে নতুন কর্মদিশা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। তাই শিক্ষিত বেকার যুবকদের এই শিল্পের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থানের নতুন দরজা খুলতে চায় প্রশাসন। সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর এই যুবক-যুবতীদের মূলত জেলার তিনটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র জলদাপাড়া, বক্সা ও চিলাপাতা অঞ্চলে গাইড হিসেবে নিযুক্ত করা হতে পারে। উল্লেখ্য, এই তিন বনাঞ্চলে নিয়মিত জিপসি সাফারির আয়োজন হয়, যেখানে দক্ষ গাইডের চাহিদা দিন দিন বাড়ছে। (আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি অপরাধীদের হামলায় জখম বিএসএফ জওয়ান, আটক ২)
আরও পড়ুন: IIM কলকাতায় হস্টেলে ধর্ষণ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়া
উৎকর্ষ বাংলার জেলা আধিকারিকের মতে, এই প্রকল্প কেবলমাত্র চাকরির পথ খুলে দিচ্ছে না, বরং যুবসমাজকে স্থানীয় সম্পদের সঙ্গে যুক্ত করে স্বনির্ভরতার দিকে এগিয়ে দিচ্ছে। প্রশিক্ষিত গাইডরাই আগামী দিনে জেলার পর্যটনকে নতুন দিশা দেখাবেন।পর্যটন শিল্পকে ঘিরে ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বড়ই উজ্জ্বল এমন বার্তাই যেন পৌঁছে গেল জেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কাছে।