মৌসুনী দ্বীপ মানেই এখন দু তিনটি বিষয় অনেকের মনে আসে। একটি হল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়া দ্বীপ। অপরটি হল বর্তমানে এই মৌসুনীই আবার টুরিস্ট ডেস্টিনেশনও। বহু পর্যটক সপ্তাহ শেষে চলে আসেন এই মৌসুনী দ্বীপে। এবার সেই মৌসুনী দ্বীপেই উঠল ফুটবল ঝড়।
গোটা দ্বীপের বিভিন্ন অংশে এখনও রয়েছে ঝড়ের দাপটের নানা টুকরো ছবি। নানা সমস্যায় জর্জরিত গোটা দ্বীপ। আর সেই প্রত্যন্ত দ্বীপে এবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আর তাৎপর্যপূর্ণভাবে সেই ফুটবল টুর্নামেন্টে অংশ নিলেন ৩৩জন এমন প্লেয়ার যারা আদতে আফ্রিকার বাসিন্দা।সেই সুদূর আফ্রিকা থেকে ফুটবল খেলার জন্য তারা এসেছিলেন মৌসুনী দ্বীপে। বাংলার প্রত্যন্ত দ্বীপে এসেছিলেন তারা।
তাঁদের মধ্য়ে কেউ আইভরি কোস্ট থেকে, কেউ সেনেগাল, ঘানা, ক্যামেরুন কিংবা ঘানা থেকে এসেছিলেন মৌসুনী দ্বীপে। দেখা গিয়েছে যে টিমগুলি ওখানে খেলতে গিয়েছিল তার মধ্যে প্রতি চারজন প্লেয়ারের মধ্য়ে একজন হলেন আফ্রিকান প্লেয়ার। মূলত তারা খেপ খেলেন বিভিন্ন ক্লাবে।
সেই খেপ খেলার জন্য তারা এসেছিলেন এই ফুটবল টুর্নামেন্টে। রবিবারই এই টুর্নামেন্টের শেষ হল। পুরস্কার মূল্য ছিল ২ লাখ টাকা। ১৬টি টিমএই খেলায় অংশ নিয়েছিল। তাদের মধ্য়ে অনেক প্লেয়ার ছিলেন যারা এসেছিলেন আফ্রিকা থেকে।