
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
পুরুলিয়ার আদ্রা স্টেশনে ঘটে গেল এক শিহরণ জাগানো ঘটনা। প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে আটকে পড়েন এক ব্যক্তি। আর তা নিয়ে তোলপাড় হয়ে গেল গোটা স্টেশন চত্ত্বর। তবে ওই ব্যক্তি একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। চলন্ত ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন প্রৌঢ়। তখন এক আরপিএফ কর্মী এই পরিস্থিতি দেখে তৎপর হওয়ায় বেঁচে যান ওই প্রৌঢ়। তারপর তাঁকে উদ্ধার করা হয়। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। আজ, শনিবার এই ঘটনাটি প্রকাশ্যে আসে। সামান্য চোট লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। আর তাই আরপিএফ কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন ওই প্রৌঢ়।
এদিকে কয়েক মুহূর্তের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল পুরুলিয়া আদ্রা স্টেশনে। যখন প্রৌঢ় ভাবছেন এবার সব শেষ তখন সেখানে আরপিএফ কর্মী ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন। তবে গোটা ঘটনাটি রেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে খবর। আদ্রা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের আনাগোনা ছিলই। এমনটাই থাকে প্রত্যেকদিন। তখন প্ল্যাটফর্মে ঢুকছিল আসানসোল হলদিয়া এক্সপ্রেস ট্রেন। হঠাৎ দেখা যায়, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে নামার চেষ্টা করছেন এক যাত্রী। ট্রেন থামার আগেই নামতে গিয়েই একেবারে ট্রেনের নীচে চলে যাচ্ছিলেন তিনি।
তারপর ঠিক কী ঘটল? এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীরা চিৎকার শুরু করে দেন। তখন সেখানে কর্তব্যরত আরপিএফ কর্মীও দেখতে পেয়ে ছুটে আসেন। ছুটে আসেন হেড কনস্টেবল অখিলেন্দ্র যাদব। তিনি দৌড়ে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচানোর চেষ্টা করেন ওই যাত্রীকে। প্রৌঢ়ের হাত ধরে টানলে ট্রেন থেকে নেমে যান তিনি। কিন্তু পা দুটো আটকে থাকে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে। তারপর তাঁকে টেনে তোলেন আরপিএফ কর্মী। প্রাণে বাঁচেন তিনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো অনভূতি হয় সকলের।
আরও পড়ুন: হাতির দাঁত পাচার করতে গিয়ে গ্রেফতার পাঁচ, ধৃতদের মধ্যে দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে ওই প্রৌঢ়কে উদ্ধার করে আদ্রা স্টেশনেই প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয়। রেলের চিকিৎসকরা সেখানে এসে ওই প্রৌঢ়ের চিকিৎসা করেন এবং সুস্থ করে গন্তব্যে পাঠান। সুস্থ করে তাঁকে বাঁকুড়ার ট্রেনে তুলে দেওয়া হয়। আর সতর্ক করা হয় এমন কাজ যেন তিনি আর না করেন। আরপিএফ সূত্রে খবর, ওই প্রৌঢ় যাত্রীর নাম শম্ভু মাণ্ডী। তিনি বাঁকুড়া জেলার সালতোড়া থানার দীঘিত এলাকার বাসিন্দা। এই কাজের জন্য আরপিএফের হেড কন্সটেবল অখিলেন্দ্র যাদবকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus