বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। তাঁর গাড়ির পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় এশিয়ান হাইওয়েতে একটি স্কুটিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। ফেসবুকেও তিনি লিখেছেন অল্পের জন্য় রক্ষা পেলাম। ঠিক কী হয়েছিল ঘটনাটি? সূত্রের খবর, পার্থপ্রতীম রায়ের গাড়ির সামনেই পাইলট ভ্যানটি যাচ্ছিল। আচমকাই উলটো দিক থেকে আসা একটি স্কুটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে পাইলট ভ্যানটি। পার্থপ্রতীম রায়ের গাড়িটিও একপর ব্রেক কষে। আর তখনই পেছনে থাকা অপর গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে পার্থপ্রতীম রায়ের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। তার জেরেই গাড়ির পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ঝাঁকুনির জেরে বুকে ব্যাথা পেয়েছেন পার্থবাবু। মাদারিহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এই ঘটনায় বড় কোনও জখমের খবর নেই। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পার্থপ্রতীম রায়।পার্থপ্রতীম রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্কুটিটি পাইলট ভ্যানের কাছে এসে পড়েছিল। সেটি বাঁচাতে গিয়ে পাইলট ভ্যানটি ব্রেক কষে। সেই সময় আমাদের গাড়িটিও ব্রেক কষে। আর তখনই পেছনে থাকা একটি গাড়ি আমাদের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। তিনি জানিয়েছেন, মদন মোহন ঠাকুরের অশেষ কৃপা। দুদিন সম্পূর্ণ বিশ্রাম নেব।