ইতিহাস প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে উল্লেখ করায় বিতর্কের মুখে পড়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। আজ বৃহস্পতিবার ফের উত্তাল হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এবিভিপি-র প্রতিনিধিদের দেখেই ঘুরপথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন উপাচার্য দীপক কুমার কর। এরই প্রতিবাদে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে এবিভিপি। তাদের সাফ ঘোষণা যতদিন না উপাচার্য পদত্যাগ করছেন, আন্দোলন চলবেই।
আরও পড়ুন: সাধারণ বিষয়ে কমছে আগ্রহ, কর্মমুখী কোর্সে জোর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
ঘটনার সূত্রপাত ৯ জুলাই। ইতিহাস অনার্সের একটি প্রশ্নে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলা হয়। অবাক করার বিষয়, শব্দটি উদ্ধৃতি চিহ্ন ছাড়াই ব্যবহৃত হয়েছিল। এরপর থেকেই ছাত্র মহলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রবল চাপের মুখে পরদিনই সাংবাদিক বৈঠক করে ক্ষমা চান উপাচার্য। জানান, এটি অনিচ্ছাকৃত ভুল। পাশাপাশি, বিভাগীয় প্রধান নির্মল মাহাতোকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রশ্নপত্র প্রস্তুতকারী মডারেটর টিম থেকেও বাদ পড়েন অধ্যাপক প্রসেনজিৎ ঘোষ।
তবে এত কিছুর পরেও ক্ষোভ থামেনি। ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকেও প্রশ্নপত্র বিতর্ক উঠে আসে। উচ্চশিক্ষা দফতরের সিনিয়র বিশেষ সচিব চন্দনী টুডু প্রশ্ন তোলেন বিষয়টি নিয়ে। উত্তরে উপাচার্য ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে তাঁর নেওয়া পদক্ষেপগুলি তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন।