মহারাষ্ট্রের বান্দ্রা অঞ্চলে কয়েকজন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটকে রাখার খবর সামনে আসতেই তৎপর হল তৃণমূল কংগ্রেস। আটকদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এলাকার এক যুবকও। এই ঘটনা জানার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, দ্রুত প্রতিনিধিদল পাঠিয়ে শ্রমিককে উদ্ধার করতে হবে।
আরও পড়ুন: ‘পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামা কাপড় দিন’, উদ্যোক্তাদের বার্তা মুখ্যমন্ত্রীর
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে অভিষেক সরাসরি দায়িত্ব দিয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার বিমানে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন দলের নেতা পলাশ মণ্ডলের নেতৃত্বে চার সদস্যের একটি দল। লক্ষ্য একটাই মুম্বইয়ের ওই অঞ্চল থেকে আটক বাঙালি শ্রমিককে নিরাপদে ফিরিয়ে আনা।এই বিষয়ে তৃণমূলের এক প্রবীণ নেতা জানান, শুধু উদ্ধার নয়, শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্বকে। কেউ যেন আতঙ্কে না থাকেন, সেই আশ্বাস দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছে। কখনও আবার মজুরি নিয়ে জটিলতা, আবার মারধরের কারণে সমস্যায় পড়েছেন বাংলার বহু শ্রমিক। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড ও সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে একাধিকবার এমন পরিস্থিতি সামাল দিয়েছে। এর আগে গুজরাটের ভাদোদরায় আটকে পড়া একদল শ্রমিকের জন্য তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান সরাসরি থানায় গিয়ে হস্তক্ষেপ করার আর্জি জানান।