ওই ঘনিষ্ঠ মুহূর্ত মোবাইলে ছবি তুলে রাখে যুবক। যৌনকর্মীর সম্মতিতে ছবিগুলি তোলা হয়েছিল। ওই যৌনকর্মীর কাছে টাকা চাওয়া এবং সহবাস করার দাবি করতে থাকে যুবক। যৌনকর্মী সোজা গিয়ে বড়তলা থানায় সাগরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যৌনকর্মী
উলটপূরাণ। এবার যৌনকর্মীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে ফায়দা নেওয়ার অভিযোগ উঠল এক গ্রাহকের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আগে ওই যৌনকর্মীর সঙ্গে সহবাস করে ওই গ্রাহক। সেই ছবি মোবাইলে ভিডিয়ো করে রাখে ওই গ্রাহক বলে অভিযোগ। যা দিয়ে এবার যৌনকর্মীকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল। এই অভিযোগ তুলেছে স্বয়ং এক যৌনকর্মী। আর এই অভিযোগে পুলিশে এফআইআর করে ওই যৌনকর্মী। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের যুবক সাগর ঘড়াই। এই যুবক কয়েকমাস আগে সোনাগাছিতে আসে। সেখানে এক যৌনকর্মীর সঙ্গে দিনের পর দিন সহবাস করে ওই যুবক। তখন নিজের মোবাইল ফোন দিয়ে সেই সহবাসের ছবি তুলে রাখা হয়। এরপর সময় গড়ালেই ওই যুবক ফোন করে যৌকর্মীকে। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করতে থাকে। ওই যৌমকর্মী এটা নিষেধ করলে আরও একবার বিনামূল্যে সহবাস করার দাবি করে যুবক।