ঘটনার পর অভিযুক্ত ধান ক্ষেতে লুকিয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে তাকে ধান ক্ষেত থেকে খুঁজে বার করে। রাতে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা।
Ad
ঠাকুমার সঙ্গে রেশন আনতে গিয়ে প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার সাড়ে ৪ বছরের শিশু
ঠাকুমার সঙ্গে রেশন আনতে গিয়ে প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার সাড়ে চার বছরের শিশু। ঘটনা পূর্ব বর্ধমারে কাটোয়ার বেড়া এলাকায়। অসুস্থ শিশুটির অস্ত্রোপচার করতে হয়েছে। বর্তমানে সে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। অভিযুক্ত চরণ মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির মা জানিয়েছেন, শুক্রবার সকালে ঠাকুরমার সঙ্গে রেশন আনতে গিয়েছিল শিশুটি। তখনই তাঁকে ভুট্টা কিনে দেওয়ার নাম করে নিয়ে যায় চরণ মাঝি নামে স্থানীয় এক যুবক। নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণ করে সে। মেয়ে বাড়ি এসে মাকে ঘটনার কথা জানায়। এর পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যান পরিজনরা। সেখানে চিকিৎসকরা দেখেন শিশুটির গোপনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। এর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা।
ওদিকে ঘটনার পর অভিযুক্ত ধান ক্ষেতে লুকিয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে তাকে ধান ক্ষেত থেকে খুঁজে বার করে। রাতে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা।