বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB Govt Employees Salary Hike: DA না বাড়লেও বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের, কত লাভ হবে? কবে হাতে আসবে?
পরবর্তী খবর
WB Govt Employees Salary Hike: DA না বাড়লেও বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের, কত লাভ হবে? কবে হাতে আসবে?
WB Govt Employees Salary Hike: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ছে না। তবে বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। যা মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা হলেও স্বস্তি দেবে। তাঁদের কত টাকা লাভ হবে, তা দেখে নিন।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
মার্চের পরে মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) বাড়ানো হয়নি। তবে মূল্যবৃদ্ধির মধ্যেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই বেতন বৃদ্ধি অবশ্য প্রতি বছরই হয়ে থাকে। অর্থাৎ নতুন করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হচ্ছে না। প্রতিবার যে বাৎসরিক বেতন বৃদ্ধি পায়, সেটাই বাড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কোনও ঘোষণা করা না হলেও সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীরা যখন জুলাইয়ের বেতন পাবেন, তখন থেকেই বর্ধিত হারে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তিন শতাংশ বাড়ানো হবে বেতন। অর্থাৎ শেষবার যত শতাংশ ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের, সেই হারেই বাৎসরিক বেতন বাড়তে চলেছে। তবে তাতে লাভ হবে না অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের। কারণ বাৎসরিক বেতন বাড়লে তাঁদের পেনশনের টাকা বাড়ে না। তাঁদের আবার ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে।
এমনিতে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, সরকারি ও সরকার-পোষিত স্কুল ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতের কর্মী এবং সরকার অধীনস্থ সংস্থার কর্মচারীরা 'রিভিশন অফ পে অ্যান্ড অ্যালোওয়েন্স (রোপা)-২০১৯'-র আওতায় বেতন পান। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নয়া বেতন কাঠামো অনুসারে বেতন আসে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে খাতায়-কলমে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বেড়েছিল বলে ধরা হয়েছে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে বর্ধিত বেতন পাওয়ার কথা ছিল, সেটার বকেয়া দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। সেইসময় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ শূন্য ধরা হয়েছিল।
আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, সরকারি ও সরকার-পোষিত স্কুল ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতের কর্মী এবং সরকার অধীনস্থ সংস্থার কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পান। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যা তিন শতাংশ ছিল। রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যে এবারের রাজ্য বাজেটে চিরকূটের মাধ্যমে তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়। যা ২০২৩ সালের মার্চ থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।
যদিও সেই হারে মহার্ঘ ভাতায় একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রায় ছয় মাস ছুঁতে চলেছে সেই আন্দোলন। হয়েছেন প্রশাসনিক ধর্মঘট, কর্মবিরতি। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে। অর্থাৎ সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ প্রদান করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদেরও। আপতত সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পান। যা শীঘ্রই তিন বা চার শতাংশ বাড়তে পারে।