বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 6.1 magnitude Earthquake: ফের কেঁপে উঠল বাংলা, ভোররাতের ভূমিকম্পে ভাঙল অনেকের 'গভীর ঘুম'
ফের একবার বাংলায় ভূমিকম্প অনুভূত হল। দিন কয়েক আগেই ভোর নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছিল। আর এবার গভীর রাত আড়াইটে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এরই সঙ্গে কেঁপে ওঠে পার্শ্ববর্তী বিহার। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোররাত ২টো ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এই ভূমিম্প ছিল ৬.১ মাত্রার। বিহারের মুজফফরপুর থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে নেপালের বাগমতী প্রদেশে এই ভূমিকম্পের উৎস ছিল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। (আরও পড়ুন: নয়া প্রধান পাচ্ছে SEBI, শেয়ার বাজার নিয়ন্ত্রকের মাথায় বসতে চলা তুহিন কে?)