রাজ্যের দুই প্রান্তে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বেশ কয়েকজনের। বুধবার গভীর রাতে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার রাস্তায় চারজনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে দু’জন কিশোর। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন। ঘটনার জেরে দুই এলাকাতেই চরম উত্তেজনা ছড়িয়েছে। শোকের ছায়া নেমেছে মৃতদের পরিবারে।
আরও পড়ুন: ২১ জুলাইয়ের ভোরে যশোর রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, পুলিশ কিয়স্ক ভাঙচুর
হাওড়ার সাঁকরাইলে লরির তলায় পিষে মৃত্যু হয়েছে দুই কিশোরের। গভীর রাতে হাওড়ার আন্দুল রোডে কদমতলার কাছে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা দেখতে পান একটি বাইক একটি চোদ্দো চাকার লরির ধাক্কায় একেবারে গুঁড়িয়ে গিয়েছে। বাইকে ছিল তিন কিশোর রাজ লস্কর, ইরফান মোল্লা এবং শীল্টু মোল্লা। প্রত্যেকেই মানিকপুর গোড়া বাঁধ এলাকার বাসিন্দা, বয়স সবে ১৭’র কোঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই তিন কিশোর একটি মোবাইল কিনতে যাচ্ছিল। ইরফান তার দর্জির কাজের পারিশ্রমিক হাতে পেয়ে বন্ধুদের নিয়ে বেরিয়েছিল। বন্ধুরা তাকে শর্ত দেয়, আগে বিরিয়ানি খাওয়াতে হবে। সেই মতো আলমপুরে বিরিয়ানি খেয়ে তারা রওনা দেয় আন্দুলের দিকে। কিন্তু মাঝপথেই সব শেষ হয়ে যায়।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বাইকে থাকা তিনজন একটি মালবোঝাই লরিকে বাঁ দিক দিয়ে ওভারটেক করার সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে। বাইক-সহ তিনজনই লরির তলায় চলে যায়। এক কিশোরের মাথার উপর দিয়ে চাকা গড়িয়ে যায়, অপরজনের বুক চিরে চলে যায়। তৃতীয় জন ভাগ্যক্রমে বেঁচে যায়, তবে সে গুরুতর জখম।স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে গেলে রাজ ও ইরফানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে আন্দুল রোড। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা, রাস্তায় বসে অবরোধ শুরু হয়। পুলিশ এসে ঘাতক লরির চালককে গ্রেফতার করে ও গাড়িটি বাজেয়াপ্ত করে।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও ঘটে যায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। পোল্ট্রি ফার্মের সামনে কাকদ্বীপ থেকে নামখানাগামী একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পণ্যবাহী গাড়ির। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোর দুই যাত্রীর। আহত অপর যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। এখনও পর্যন্ত ওই দুই মৃত ও আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। কোস্টাল থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।