দিঘা যাওয়ার পরিকল্পনা ছিল। জগন্নাথদেবের দর্শন করার উদ্দেশ্যে ভোরবেলা রওনা দিয়েছিলেন। কিন্তু, পৌঁছনো হল না আর। তার আগেই পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন যাত্রী। শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কে রানিসরাই মোড়ের কাছে। (আরও পড়ুন: কেন্দ্রের 'বিরোধিতা' করে ভ্রমণ পিপাসু বাঙালিদের বিতর্কিত বার্তা শুভেন্দুর)
আরও পড়ুন: যানজট সরানোর সময় ধাক্কা মারল ডাম্পার, বেপরোয়া গতির বলি ট্র্যাফিক ওসি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে একটি ছোট গাড়ি করে দিঘার দিকে যাচ্ছিলেন চার জন। গাড়িটি বেলদার কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতি ছিল অনেকটাই বেশি বলে অনুমান। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রোড ডিভাইডার টপকে চলে যায় উলটো লেনে। সেই সময়েই সামনের দিক থেকে আসছিল একটি পণ্যবোঝাই লরি, সেটি যাচ্ছিল খড়গপুরের দিকে। মুখোমুখি ধাক্কা লাগে দুটি গাড়ির। ধাক্কা এতটাই ভয়ঙ্কর ছিল যে ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান চার জনই। মৃতদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন। তাঁদের দেহ বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। (আরও পড়ুন: কসবার কলেজের দেওয়ালে এখনও মোছা হয়নি 'মনোজিত দাদা আমাদের হৃদয়ে' গ্রাফিটি!)
আরও পড়ুন: ভিনরাজ্যে আটক ৭৫০ পরিযায়ীর ভেরিফিকেশন করেছে রাজ্য, বিতর্কের মাঝে জানাল পুলিশ
এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত জাতীয় সড়ক। যানজট সামাল দিতে হয় পুলিশকে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরাতে ডাকা হয় ক্রেন।পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, অতিরিক্ত গতিই হতে পারে দুর্ঘটনার অন্যতম কারণ। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। (আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি অপরাধীদের হামলায় জখম বিএসএফ জওয়ান, আটক ২)
আরও পড়ুন: IIM কলকাতায় হস্টেলে ধর্ষণ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়া
উল্লেখ্য, এর আগের দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ট্রাফিক গার্ডের ওসির। মৃত ওসির নাম রাজকুমার কর্মকার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায়। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। জাতীয় সড়কের মোড়গ্রাম অংশে ছোট দুর্ঘটনার পর একটি লরি বিকল হয়ে পড়ে। রাস্তায় আটকে থাকা সেই লরি ঘিরে তৈরি হয় বিশাল যানজট। যান চলাচল স্বাভাবিক করতে সেখানে যান ওসি রাজকুমার কর্মকার। সেই সময় একটি ডাম্পার দ্রুত গতিতে এসে ধাক্কা মারে খারাপ হয়ে থাকা লরিটিকে। সেই ধাক্কার তীব্রতায় ওসি রাজকুমারবাবু সজোরে ছিটকে পড়েন ও গুরুতর আহত হন। এরপর তাঁর মৃত্যু হয়।