
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
১০ কোটি টাকার সোনা-সহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ১৮ কোজিরও বেশ সোনা উদ্ধার হয়েছে। তাঁদের গ্রেফতার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স (ডিআরআই)।
গোপন সূত্রে খবর পেয়ে এনজিপিতে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তল্লাশি চালায় ডিআরআই। সেই সময় ট্রেনের এস-৬ এবং বি-৫ কামরাতে ১০ কিলোগ্রাম সোনা মেলে। এনজিপি স্টেশন ছাড়িয়ে ট্রেনটি ডালখোলা পোঁছতেই ওই সোনা সমেত চার ব্যক্তি ট্রেন থেকে নামায় ডিআরআই। তাঁদের শিলিগুড়িতে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়, অসম থেকে সোনা গলিয়ে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁদের কাছে বৈধ কোনও কাগজপত্র ছিল না। ধৃতদের কাছ থেকে সব মিলিয়ে ১৮ কেজি ৬৫৭ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।
সূত্রে খবর, অভিনব কায়দায় সোনা পাচার করা হচ্ছিল। সোনা গলিয়ে ছোট ছোট প্লেট তৈরি করা হয়েছিল। সেগুলিকে রং করে কার্বন পেপারে মুড়ে ফেলে বেল্টের মধ্যে করে পাচারে ছষ কষেছিলেন অসমের চার যুবক। কিন্তু তার আগে ধরা পড়ে যান তারা। অভিযুক্তদের কাছে ৯০ টি লম্বা প্লেট উদ্ধার হয়েছে। স্ক্যানারে যাতে ধরা না পড়ে সেই কারণে সোনার মার্কিং মুছে তাকে গলিয়ে কার্বন পেপারে পেঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃতদের রবিবার আদালতে পেশ করা হলে তাদের পুলিশ হেফাজত হয়। আগামী শনিবার ফের তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus