অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে কখনও টিকটিকি অথবা কখনও পোকা পাওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। এরই মধ্যে আবারও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পাওয়া গেল সিদ্ধ টিকটিকি। আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ জন। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ ব্লকের লোড়পুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এখন তারা আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেতে চাইছেন না। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: বাঁকুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ ১২ শিশু
জানা গিয়েছে, প্রতিদিনকার মতো বৃহস্পতিবারও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছিল। সেই খিচুড়ি রান্না টিফিনবক্সে করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন অনেকেই। এরপর এক অভিভাবক টিফিন বক্স খুলে খিচুড়ি খেতে গিয়েই তাতে একটি সিদ্ধ টিকটিকি দেখতে পান। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে একের পর এক অনেকেই বমি করতে শুরু করেন। তার ফলে একে একে কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের ক্ষীরপায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। তাছাড়া রামজীবনপুর এবং ক্ষীরপায় পুলিশ ফাঁড়ির ২ আইসিও ঘটনাস্থলে পৌঁছন। তারা অসুস্থদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন।