গভীর রাতে চা খাওয়ার নেশায় কাল হল। চা খেয়ে ফেরার সময় বাইকের সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দুজনের। এরমধ্যে একজন বাইক আরোহী অপরজন ইঞ্জিন ভ্যান চালক। মৃতদের নাম হল যথাক্রমে অর্ক রায় (২১) এবং তরণী সেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার কাকলিমারী ব্রিজ সংলগ্ন চাঁদা রায়পুর এলাকায়। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও দুজন।
আরও পড়ুন: জম্মুতে ৩০০ ফুট খাদে পড়ে গেল গাড়ি, মৃত বিহারের আট সহ দশ জন
জানা গিয়েছে, গোপালনগর থানার চালকির বাসিন্দা তরণী সেন। ইঞ্জিন ভ্যানচালক মৃত তরণী সেনের পরিবার সূত্রে জানা যায়, মেলায় দোকান দিয়েছিলেন তিনি। রাতে মেলা শেষ হয়ে যাওয়ায় তিনি ইঞ্জিনভ্যানে দোকানের যাবতীয় সরঞ্জাম নিয়ে বাগদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত তরণী সেনের সঙ্গে আরও দুজন সহকর্মী তাঁর পিছনেই অন্য ইঞ্জিনভ্যানে করে আসছিলেন।
সহকর্মী বিষ্ণু দাস বলেন, ‘তরণী দা ইঞ্জিনভ্যান নিয়ে রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল। তখন কোনও কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে। এরফলে তিনি গুরুতর জখম হন ও পরে মারা যান।’ ওই সময় বাইকে ছিলেন ৩ যুবক। ধাক্কা মারার পরেই তাদের বাইকটি দুমড়ে মুচড়ে যায়। তিনজনেই বাইক থেকে ছিটকে পড়েন। তরণী সেন সজোরে ধাক্কায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে সেখানে ছুটে যান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বনগাঁ থানার পুলিশ।